একটি আকাশ আছে সাত রঙে সাত ভাগে বিভক্ত
চৌদ্দ কোটি মানুষের সে আকাশ
তোমার আমার কাছে ভিন্ন রকম ভিন্ন রুপ
আকাশের সীমানা একই উচ্চতা একই
তুমি ছুঁতে পারো
অথচ আমি হাত বাড়ালেই একই উচ্চতার আকাশ মহাকাশ সমান উঁচু হয়ে যায়
গতকাল এবঙ আজ বিস্তর ফারাক নিয়ে তারা দেখবো
বাতাসটাও একই রকমই বইবে
অথচ আমার গায়ে তার আঁচটাও লাগবে না
একই রকম মানুষ চোখের সামনা দিয়ে আসবে যাবে
অথচ আমার চোখ জিরো ডিগ্রীতে টলমল করবে
আর কোন রঙে আমি আকৃষ্ট হবো না বর্ণান্ধ প্রাণীর মত
মন কিংবা মানবিকতা কিনতে আসিনি
ফেরারী ফাগুন যেন পৌষের মেঘ খোঁজে
তার আঁচ মিশে থাকে নিঃশ্বাসে বিশ্বাসে


০১/০৫/১৫
০১ঃ৪২ পি এম