এখনো মরিয়া আমি
মরিবো আবার
ও পথ কাঁটার, পথ জানি
তোমাকে পাবার
জল নেই তৃষ্ণা নেই
আলো নেই উত্তাপ নেই
নিজেকে সামলাবার
তুমি হীন প্রথা হীন
প্রথাসিদ্ধ পথ
আজ খুব মনে পড়ে
পুরানা শপথ
একে একে কেমনে ভুলেছ
সনাতন ভঙ্গিমা
আজ আর নেই কোন
সীমা-পরিসীমা
মেঠোপথের বাউল
এখন নগরে থাকে
সবুজাভ নগর খুব
চেনায় আমাকে
মরিয়া বাঁচিলে কেউ
আর মরে না
বাঁচার তাড়না কারো
আর আসে না



১৬/০৫/১৫
১২:৪২am