পরাণে বিঁধিয়া বাঁধিয়া মোরে
সে পরাণে হও আসীন
আমার পরাণ কুহু কুহু ডাকে
বাড়ে রাতদিন পরাণের ঋণ


কথা হয় চলার পথে
এক হয়ে ডিঙাবো বাধা
আমি চলেছি একহারা পথ
নিয়তির গোলকধাঁধা


এক মন যার জনে জনে ভাগ
দশ মন করে ধারণ
প্রকৃতি শেখায় গণমন যার
তার সাথে হৃদ্যতা বারণ


তবুও পরাণ হৃদয়ের দাম হাঁকে
একপশলা নামে বৃষ্টি
মানব শরীরে পরাণ একী
বিধাতার অপরূপ সৃষ্টি


বৃষ্টির জলে শুচি হোক ধরা
তোর কাছে আমি আনকোরা
প্রণয় শেখালি জীবন ভর
তুই ই প্রণয়ের নিমগ্ন কারিগর


১৪/০৬/১৫
০১:১৭am