তিনবার কবুল বললেই
তোকে পাওয়া যেতো
মধুময় জীবন পলকেই
হয়ে যেতো তেতো


লাল দেখলেই থেমে যেতো ট্রেন
বাইপাসে গতি তুলি সেতো ফোর লেন


নীল দেখলেই মনে পড়ে যেতো দুঃখের জীবন বোধ
পলাশের রঙ ফাগুনের রঙ কাঠফাটা রোদ


কালো দেখলেই ভেসে ওঠে গাল
টোলপড়া গাল সর্বদা নির্ভেজাল


সবুজের বায়না দেখে নাচে প্রজাপতি
গোলাপের পাপড়ি তায় মেনেছে নিয়তি


ওর কাছে আলাদা লাগে ত্রিকাল জীবন
নিজেরে অকৃপণ করি আমি তোর ধন



১৫/০৬/১৫
০৩:১৫am