ফুল হলে ক্ষতি নেই
পাখি হয়ে এসো
বাবুই জীবন নিয়ে
দোল ভালোবেসো


আঁধারে ঘনিয়ে আসে
বালিকার ডর
ষোড়শী প্রাণের বাঁশি
নিয়ত উর্বর


একাহারা পথ তবু
তরতরিয়ে বাড়ে
নিজেরে কৈলাস ভাবি
পথের কিনারে


সঙ্গীর ভাবনায় আসে
নোনা জলধারা
কূল আছে কৌশল আছে
পর্বত পাহারা


কত যে আরাধ্য থাকে
ফাগুন মৌসুম
উদয়ে অস্তরাগ
পড়েছে ধুম


ধুপ কাঠি ধুপ জল
ধুপ তরু ছায়া
নিজেরে অবাধ্য করি
বাড়ে প্রাণের মায়া


২২/০৬/১৫
১০:৫৫pm