এখনো কওনি তুমি
কোন জলে বাস
নিয়মে আগুন জ্বালে
পৌষের মাস
এর নাম ওর নাম
তুচ্ছ করি কাম
নারীকে বলিছে কবি
হাজার প্রণাম
জীবন করিছে ধারণ
আরেক জীবন
নামরণ প্রাণের সন্ধানে
কাঁপে মৌবন
আড়ালে প্রাণের দাবী
নিয়মে অস্থির
দুইপ্রান্তে দুইজন
ক্রম অস্বস্তির
একহাতে প্রাণ রাখি
অন্যহাতে প্রেম
প্রাণের কারসাজিতে
হয় প্রবলেম
একখান কুঁড়েঘর
দুইটি তাজা প্রাণ
লোকালয়ে সুরভিত
আকালের ঘ্রাণ
এই করে অমর হোক
প্রাণের বন্দনা
প্রাণের অস্থিতে থাক
প্রেম প্রণোদনা


২৪/০৬/১৫
০২:২০am