একটি নিরপেক্ষ আকাশের দ্বন্দ এড়াতে এই চুক্তিনামা
ঘুর্ণবর্ত বায়ুর একতরফা মালিকানা ঠেকাতে দূরভিসন্ধির দামামা
আলোর আশায় জেগে থাকা প্রাণ বৃন্দাবন খুব জানে
ভৌগলিক সীমানা হীন ভালোবাসা তাকেই কাছে টানে
হর্ষ ধ্বনিতে প্রতিধ্বনিত লোকালয় অসময়ে জেগে ওঠে
কারো দাবী অগ্রগণ্যতা নিয়ে আগে আগে একলা ছোটে
আকাশ-আলো-বায়ু কারো নিয়ন্ত্রণ মানে না কোন জামানায়
তোর চোখে আলো, নি:শ্বাসে অক্সিজেন, সমুদয় আকাশ পেতে হাত রাখি দ্যোতনায়
খুব যে মরিয়া হব সেদিনের সেইদিন আর তো আসে না
কালের মান্দাস ঢেউয়ে ঢেউয়ে ভাসে তবু আগে বাড়ে না
তোমাকে নিয়ন আলোয় বারবার ভেবেচিন্তে দিনরাত-রাতদিন কাটাই
এখানে ফাগুন আসে, আগ বাড়িয়ে ব্যকুল জিজ্ঞাসে এই দুঃখদিন কিভাবে ছুটিতে পাঠাই


২৭/০৬/১৫
০১:১২pm