বিদেশ বিভুঁইয়ে জেনেছি
রুপের কদর
রুপার দর
সোনার মোহর
অচীন শহর
লোকের বহর
রঙমহলে গিয়ে দেখেছি
গণিকা
ক্ষণিকা
মালিকা
লতিকা
মনিকা
জলপুতের নামে কিনেছি
ডিঙ্গি
ঝড়
উজান
জোয়ার
থৈথৈ পানি
সময়ের নামে লিখেছি পদ্য
অনবদ্য
নৈ:শব্দ্য
ভব্য
সভ্য
সহজলভ্য
চোখে চোখে জেনেছি
সত্য
অমরত্ব
নির্ঝঞ্ঝাট
নিরাবরণ
কিছু নিয়ম মৌনকায়



০৪/০৭/১৫
০২:১৬am