সন্ধ্যে নামার আগেইতো আসার কথা ছিলো
কথা ছিলো বৃষ্টির আগে আসবে
আরো কথা ছিলো জোছনা পোহাবো জোড়কাননে
হাসনাহেনার সুবাস একসাথেই নেবো
আগে তুমি তারপর আমি
বারবার মাতাল হবো
খোশগল্পের ফাঁকে ফাঁকে চা খাবো একনাগাড়ে দুই কাপ
কন্ঠ ভারি হয়ে এলে আরো এককাপ চা
উষ্ণ করে তুলবে শরীর
ভর করবে অশরীরী প্রেতাত্মা!
আমি তার কেউ লাগি? কই না তো!
এক সময় বিরুদ্ধ ইচ্ছায় এলিয়ে দেবো গা
ব্যস ওটুকুইতো!
জলজ কামনা শুষ্ক বায়ু ভূমণ্ডলকে আরো একবার
কাঁপিয়ে দেয় প্রাকৃতিক নিয়মে
আর যদি না ই আসতে চাও
জনারণ্যে জানিয়ে দিও নির্দয় অপারগতা
আমি তোমার কেউ হই না, কেউ লাগি না


০৯/০৭/১৫
০১:৫১am