যাকে নিয়ে কাব্য হয়
তাকে নিয়েই বাঁধে বিবাদ
গৃহত্যাগী পুরুষ তাল মেলায় ভূতের বাড়ি
সংসার যাকে নিয়ে হয় সে টান বাজারের বাসিন্দা
যাকে নিয়ে ঘর বাঁধার মনস্থির করে সে আরেক জনের রাঁধুনি
আর যাকে নিয়ে ঘর বাঁধবে বলে বিশ্বাসী হয়ে ওঠে
বিশ্বাসের ঘরে আগুন দিয়ে সে আড়চোখে হাসে
মনের দিক থেকে এই আকাল দেখে নিষ্ঠুর রমনী ভেংচি কাটে
বিষন্নতা নিয়েও কেউ কেউ তামাশায় মশগুল হয়
আপন বলে যাকে ভাববেন সে শত্রুর হাতের ক্রীড়ানক
মনের বাজারদর সামলায় কপট প্রেমিক
নিষিদ্ধকে সিদ্ধ করতে মরিয়া মূর্খ জনপ্রতিনিধি
কেউই এখন কাব্য অনুরাগী নয় কড়িতেই হয় বিকিকিনি