নিজেকে আড়াল রেখে ভেসে আসে মূর্ছনা
প্রাচীন দেয়াল ঘেঁষে অফুরন্ত দ্রুম দ্রাম
জল হয়ে নেমে আসে অপেক্ষমান মহাকাল
এই পথ শেষ হলে আরো পথ সামনে আসে


এতটা ঘোরের মাঝে অধিক সক্রিয় বাসনা
কিছু পথ পার হলে বৈরী হয় সময়
মাঝ পথে বিকেল নামে স্পষ্ট আঁধারে
আমারে পথ বাতলে দেয় মায়াবী আলো


আলো-আঁধার এক হতে জোছনার কোমল ঘ্রাণ
মেঘ শুধু ধ্যানে থাকে বালিকার অবেলায়
ধানের গীত শীতের গীত মরমী সংগীত সবইতো জানা
আরশীর পড়শীও খুব জানে নীল শুধু বেদনার রঙিন অনুবাদ


২৯/০৮/১৫
১২:৪২am