পথের মাঝে লুকিয়ে থাকে পথের ঠিকানা
বিবাগী এক পথিক আমি নাম না জানা
পথের ধুলো মাখিয়ে আবার একলা পথে চলি
আমার পথটা হোঁচট খেলে থমকে দাঁড়ায় গলি
ফেলে আসা পথকে বলি আসবো এপথ ধরে
বন-বাদাড়ের পথ মাড়িয়ে যাচ্ছি সেই শহরে
যে শহরের পুরান ভবন আমায় ভাবে আপন
মনের সাথে আপোষ তবু বুকে ধরে কাঁপন
চাঁদের কাছে একই রকম জোছনা মাগি আমি
ঘুরেফিরে একই পথে দারুণ পাগলামী
এমন আজব আচার দেখে হাসতে থাকে লোক
কোন করুণায় দীর্ঘতর বাদলা দিনের শোক
ডানে আমার তুই থেকেছিস বামে অন্য কেউ
বালির বাঁধে পরান কাঁদে চুরমার করে ঢেউ
পাষাণ হৃদয় করে দাবী পথের সাথী হই
সেই সে পথের একা পথিক সঙ্গী গেলো কই


১২/০৯/১৫
০২:৩৮am