দৃষ্টি দিলাম তোমার হাতে
ফুলের পরশ চাইনি
পথ চলেছি ছায়ার সাথে
বৃন্দাবনে যাইনি


পাইনি আমি কাজলতটে
গোলক ধাঁধাঁর জবাব
এঁকেছি আজ জলের পটে
যেমনতর স্বভাব


এইখানে এক মন থাকে
নাকের ডগায় চোখ
সরব চোখে চিত্র আঁকে
মন হলে উৎস্যুক


কাব্য লেখার আজব ঘোরে
মনের কথামালা
বিরহফুল সুবাস ছাড়ে
কবিও একেলা


১৫/১১/১৫
১২:২১am