পথকে করেছি আমি
চালাহীন ঘর
বেবাক মানুষের কাছে
এটাই খবর


দ্বীনহীন দিনান্তরে
রাত হয় পর
অচেনা সামন্ত রচে
বউয়ের কবর


কি বলে বিলাপ ওঠাই
বাড়েনি কদর
জাতের সন্তান চেনে
আন্দর বন্দর


কেবলই দেখেছি লোক
হেসে হয় খুন
দুঃখি মানুষের এ এক
চিরন্তন গুন


চোখের সমুদ্র জানে
মনে কত ঝড়
জোয়ারে বেঁধেছি ঘর
ভাটায় পাথর


বউয়ের দাবীতে ছেলে
হয়না তো পর
কলিতে ফোটে ফুল
ফলেতে উর্বর


জল যতো বল ততো
কাঠ্ফাটা রোদে
নিজেরে বিনীত করি
পুনঃ অনুরোধে


২৩/১১/১৫
০২:০৭ এ এম