একুশ তারিখ প্রভাত ফেরী
ভাই হারানোর গান
বাংলা ভাষা প্রাণের ভাষা
বীর শহীদের দান


আগুনঝরা ফাগুন কালে
শহীদ বেদি সাজে
বুকের ভেতর রক্তক্ষরণ
ব্যথার আওয়াজে


এমনদিনে কান্নাতো নয়
দৃপ্ত শপথ গড়ি
আমিও আজ বরকত হয়ে
বুক চিতিয়ে লড়ি


মায়ের ভাষা বাংলা মোরা
বহুল ত্যাগে পাই
বীর সেনানী সালাম-রফিক
আমার শহীদ ভাই


সুখে থেকো জননী গো
এই কামনাই করি
ভাইয়ের মুখের স্লোগানটাকে
জনম জনম ধরি


১৫/০২/১৬
০১:৪৮ রাত