কোন কাননে ফুটিলো ফুল
সুবাস ছড়ালো
প্রাণের মাঝে বিহঙ্গ সুর
লেগেছে ভালো


তার আঁখিতে পড়েছে চোখ
হাতে রাখি হাত
চাঁদের আলো লাগছে ভালো
বাড়ছে ক্রমে রাত


সন্ধি হলো তোর সাথে
চলবো জীবন তরী
ভাসবো জলে ওড়ার ছলে
হবো দেশান্তরী


আজব মোহে তোর-আমার
পাতিবো সংসার
ঘুড়ির জীবন ওড়ার জীবন
আনন্দটা কার


পান্তা ভাতে কাঁচা লঙ্কা
বাঁচার উপকরণ
তোর জীবনে মানিয়ে নেয়া
আমার সমীকরণ


এই কথাতে তোর-আমার
জীবন কি যাবে থেমে
প্রেমের টানে বোধের মিলন
পুরনো নিয়মে


এক কাপড়ে শরীর ঢেকে
করবি বছর পার
আমার কাছে তোর জীবনটা
খোদার উপহার


২১/০২/১৬
০৩:১৬ পুর্বাহ্ন