কেন ভুলে যাই কেন ভুলি না কেন মনে রাখি কেন রাখি না
কেন তব বারবার ভুল করে তোমাকেই মনে পড়ে


একটি জীবন যেখানে থামে আরেক জীবন সে বাধা টপকায়
চেনা সে বাঁধন অদৃশ্য সুতায় তোমাকে-আমাকে করে আপন
এরই নাম জীবন এরই নাম জীবন


রিক্ত আমি নিঃস্ব আমি তোমাতেই পাই পূর্ণতা
বদনে তোমার সোনা ঝরা হাসি ভুলে থাকি শুন্যতা
একটি গোলাপ তখনই হাসে যখন তুমি হাসো
গোলাপে গোলাপে কানাকানি হয় কারে তুমি ভালোবাসো


ভালোবাসাতে যারা অন্যায় খোঁজে, আমি তবে অপরাধী
তোমারো সঙ্গে বাঁধিয়া জোড়া, কার সাথে বল ঘর বাঁধি
এখানেই তবে ভাঙিয়া গড়ি জীবনের আগত স্বপন
নয়ন আমারে যাহা শুধাইলো বারবার ভাঙে দরিয়ার মন!


২৯/০২/১৬
১২:০৯ অপরাহ্ন