শুনি তার ব্যাকুল ধ্বনি
জুড়ায় আমার প্রাণ
কান্না হয়ে বিষের বাঁশি
গাইছে ব্যথার গান


অঙ্গে তার রুপের ছোঁয়া
মধুর বীণায় বাজে
স্পর্শ পেতে তুলছি সুর
ব্যাথার শীতল কাজে


ঝড় বিনে আকাশ কাঁদে
কাটছে অলস বেলা
তার সাথে বিহঙ্গ রূপে
বাদল দিনের খেলা


০১/০৩/১৬
১২:৪৩ অপরাহ্ন