এক।


তিন সেকেন্ড
-গাজী তারেক আজিজ
আমার আনন্দদিনে তুমি নারী ব্যথিত হলে
জগতটা দুলে ওঠে তিন সেকেন্ড
দোলনার কাল থেকে জীবনের আবাল্য সময়
একে একে যুক্ত করে মহি সোপান
কেউ যদি তরী হও আমি দেব ঢেউ
সাগর করেছি বশ, অলৌকিক টান!
দিনদিন বেড়ে চলে আমার দেনা
আলো বায়ু জলের মতো, ব্যথাও তো কেনা!
রাশ টেনে জীবনের তুই যাস কই?
আমারে সাথে নে, আয় একলগে বিলীন হই
১১/০৩/১৬
০৯:০৯ অপরাহ্ন


দুই।


শুন্য মগ্ন দিন
-গাজী তারেক আজিজ
ভাসাই নদী চোখের জলে
বুক চিরে তার নৌকো চলে
আরেক প্রাণে জ্বলছে চিতা
পুড়ছে বিরাণ লোকালয়
কান্নাটাকে বলছে না কেউ
শুদ্ধতার এক পূর্ণ ভাষা
কেউ জানে না এমন করে
পুড়ে কেন প্রাণের বলয়
জোয়ার ভাটা নদীর ভাষা
তোমার বুকে জোয়ার তুলে
নিজের সাথে নিই মিলিয়ে
আমিও আজ ঝঞ্ঝা প্রলয়
চোরাবালির গোপন ফাঁদে
আটকে গিয়ে যারা গো কাঁদে!
তোমার জন্য হয় গো মায়া
ব্যথায় বুক ভারী তো হয়!
০৯/০৩/১৬
০১:৩৬ পুর্বাহ্ন


তিন।


প্রেমপদ্য
-গাজী তারেক আজিজ
নয়ন রচিল জীবনের দাম
তুচ্ছ করিয়া ভীতি
পাথর কাটিয়া পথ নির্মাণে
বেদনার সরব উপস্থিতি
পাহাড় ঘেরা প্রকৃতির রুপ
লতাপাতায় করে জড়াজড়ি
বিহঙ্গ চেতনে আমার সাধনা
নির্জনতার কোমল বায়না ধরি
জাতপাত নাই পিরিতের নেশা
অমর কাব্যে তার সন্ধান পাই
কে তুমি আছো আওয়াজ তোল
অসুরের নিপাত চাই
একতারে সুর গগন ছেদিয়া
উঠে যেতে চায় বারবার
সবসুর এক করে অসুর বশীভূত
তবুও ধরনী হয় ছারখার
কোমল বৃন্তে পরাগের দাপট
হৃদয়ের ক্ষমতা বুঝি
ব্যাকুল কাননে ভ্রমরের আস্ফালন
অসুরের ছায়ায় নিজেরে খুঁজি!
০৫/০৩/১৬
০৮:১৮অপরাহ্ন