ডাকলে তুমি প্রাণের টানে
নীল দিগন্ত সবই জানে
উড়াল দেব, ভাসবো জলে!
খোলা দুয়ার বন্ধ হলে


প্রেমাতুর এই মনে জাগে
দেহের আগুন, আরেক ফাগুন
কালের খেয়ায় কে উড়ায় ওই
ভারী বাতাস, ধাক্কা লাগে ধবল পালে


এমন করে কে ডেকে যায়,
কে বাজায় ওই মোহন বাঁশি
কোন পরাণে উতলা হয় মাতাল পবন
ফিরে ফিরে একই সময় সামনে আসি


এক আনা সুখ
ষোলআনা জীবনটাকে বশ করেছে
চেনা মানুষ দুঃখের দিনে
সুখী জনের হাত ধরেছে!


প্রাণের টানে দিলাম সাড়া
অবাকমতন সেই চাহনি নজরকাড়া
দোলা দিয়ে শীতল বাতাস লাগলো গালে


১৩/০৩/১৬
০১:৫৬ পুর্বাহ্ন