ব্যক্তিগত উপেক্ষার দিনে একই রকম উপেক্ষিত
       আমার কাছে তুমি
নম্রভাষ্যে আমিও জানান দিই সেই নিরেট কথাখানি
বেজায় রুষ্ট তবু-তুমিও তুলে নাও
       আরোপিত সেই অবরোধ
জোর দাবী জানিয়ে রাখো-
       আমি যাতে উপেক্ষা না দেখাই তোমাকে
অথচ আজ ছিলো ব্যক্তিক উপেক্ষার একক পর্ব

যে যারযার মতো উপেক্ষা করে যাবো পর্বতশৃঙ্গ
নীলগিরি মেঘপুঞ্জ, উন্মাতাল সমুদ্র
নামলিপি খোদাই করে রেখে যাবো
          প্রজন্মের অনুগত সুহৃদের কাছে
সে হয়তো উপেক্ষা দেখাবে না
         এই প্রবল উপেক্ষার কাহিনী


নীল জলে পা না ভিজিয়ে
          জীবন পাড়ি দেয়ার সতত অমর কাব্য
এরই মধ্যে বেঁচে থাকার-
          নিজস্ব কৌশলগত দিকটিও পাল্টে নিতে চাইবো



১৯/০৩/১৬
০৩:৫০ অপরাহ্ন