কাশফুল সাদা বলেই কি আকাশপট নীল হয়ে সম্মুখে আসে
বালিহাঁস উড়ে উড়ে যায় একই চিত্রণে যেনবা চলচ্চিত্রের বহুধা পাঠ তাদেরও জানা আছে বৈকি
গোলাপগুচ্ছ নুয়ে নুয়ে আবার সতেজ হয়ে ঠাঁয় দাঁড়িয়ে থাকে বিকেলের সূত্র ধরে
কোকিলেরও একই স্বরে বহুবার গাইতে হয় উতল করা গান সুরে সুরে
এক রমনীর বারবার হেঁটে যাওয়ার একই রকম দু'টি স্থির চিত্র সংগ্রহে থাকে


২৫/০৩/১৬
১২:৩৪ অপরাহ্ন