আদুরে মেয়ে সোহাগী
কোমল মুখচ্ছবি
পূবের সূর্য অপূর্ণতায়
অস্তাচলের রবি


ভূত-প্রেতের নামই যদি
জমের বাড়ী টানে
গর্জে ওঠো দেশের স'বে
ঘাতক কোনখানে


তনুর জন্য আমজনতা
আবার জেগে ওঠে
কথায় যারা লাজুকলতা
কন্ঠে স্লোগান ফোটে


এককাতারে দেশদরদী
হায়েনারা ভিন দলে
এ জনমের ভুলটা সঠিক
নিয়ম হয়ে ফলে


কান্না দিয়ে যায় কি রোখা
কোমল তাজা প্রাণ
বারেবারে নাকে আসে
তনু ফুলের ঘ্রাণ


ফুলের গলায় ফুলের মালা
হয় না কভু বাসি
প্রলয় হয়ে চোখের জলে
অভুক জলরাশি


এই সে আকাশ একটি তারা
দিলো বিসর্জন
মানবিকতা জাগিয়ে দিলো
এটাই তো অর্জন!


২৪/০৩/১৬
০২:৫৩ পূর্বাহ্ণ