রক্তমাখা জামার ভেতর বুবুর নিথর দেহ
কোন অভিমান ভর করেছে জানলো না তা কেহ
ক্রান্তিকালে যাচ্ছে জাতি ফুঁসছে ক্ষোভে সোনার দেশ
বিচারবোধে চপেটাঘাত ছড়িয়ে দে তার রেশ


কোন জামানায় এমন খুনি বুক ফুলিয়ে হাঁটে
কুম্ভকর্ণ ঘুমের ভেতর প্রহরীর দিন কাটে


নাট্যপাড়ায় ব্যাপক খ্যাতি আমার বোনের থাকে
সোহাগভরা মুখচ্ছবি পূর্ণ গল্পের পাঠ আঁকে
একতারাতে সুর ওঠেনা সেই তার ছিঁড়ে গেলে
আঁকা ছবির সুর হবো তুড়ির আওয়াজ পেলে


মায়ের বিলাপে পিতার বুক করছে আরো ভারী
বোনের শোকে ভাইয়ের কষ্ট বিরল আহাজারী


আমরা সবাই তনুর ভাই মোদের বুবু তনু
আজ অবেলায় উঠেছে দেখো আলোর রঙধনু
দিনান্তেও রাখবে স’বে তোমার নামটা স্মরণ
তোমার সাথে আমাদেরও হয়েছে সহমরণ



২৭/০৩/১৬
১২:৪০ অপরাহ্ন