আঙুল দিয়ে টানলে সূতো
পুতুল যেমন নাচে
নেতার কথায় আমজনতা
নাচে ভাঙা কাঁচে


রাজা নাচে রাণী নাচে
জগতবাড়ী দোলে
জাতি নাচি খেয়াল বশে
ঢোল-তবলার বোলে


ইচ্ছে মতন নাচতে কি আর
যখন তখন পারি
আলোর নাচন বেতাগ বনে
জোনাক সারিসারি


গাছে শাখে বাদুড়ও তাই
নাচের তালে দোলে
একচক্ষু হরিণ নাচে
শুকনো পাতার কোলে


ব্যাঙ নাচে বৃষ্টি পেলে
মাছ বানের জলে
ময়ূর নাচে পেখম মেলে
ঢেউ তরণীর ছলে


শিশুর নাচন দেখে যা রে
নাগরদোলার তালে
আমিও আজ নাচতে থাকি
শিশুবেলার কালে


৩১/০৩/১৬
১১:০৮ অপরাহ্ন