অন্য আলোয় বন্য তুমি
ধন্য করো কাকে
এমনতর স্বভাব থেকে
বহিছ ইচ্ছেটাকে


ইচ্ছেরোদে ইচ্ছে ওড়াই
মনের দুয়ার খুলে
বিশাল আকাশ ধরার ইচ্ছে
সুরের লগন ভুলে


কান্না-হাসির জীবনগাথা
অপার মায়ার টানে
দ্বৈত প্রাণে বিশদ ক্ষত
কঠিন আঘাত হানে


প্রাণের দাবী জোরালো হয়
দুঃখ ভোলার আগে
মাটির দেহে প্রাণের মানুষ
বাঁচার ইচ্ছে মাগে


এই কথাটা সত্যি হলো
মানছি বহুকাল
বিকল কলে টানছি কেবল
আলোক মহাকাল


১৪/০৪/১৬
০২:০৬ পুর্বাহ্ন