পাথর আর কতকাল পাথর হয়ে থাকে
পানি তার রাখে না জবানি
কাদা মাটি জলে শেকড়ের সন্ধান পেতে
কালের কৌশল খুঁজি মেঘের বরাতে


আর যারা অচেনা থাকে চেনা জগতে
উদ্বিগ্ন মানুষের মনে ব্যথিত হুংকার
এই সত্য চিরকাল আড়ালেই থাকে
যেখানে জৌলুশ খোঁজে চেনা আপনাকে


মাঘ এসে দেখায় শুধু কি পারি কি না
বসন্ত বাতাসে ভাসায় সুরকল্প বীণা
এই পথ দূরের পথ মনে পড়ে চাঁদমুখ ঘোর
রাত্তিরে কাঁপায় অসুখ তারপর ধেয়ে আসা ভোর


২৮/০৯/১৫
১১:১৯pm