স্বচ্ছ জলের উপর সূর্য বিকিরণ ফেলে
তুলে নিতে চায় কোমলতা
নীরব চতুরতা


জল টেনে নেয় তেজ ও প্রখরতা
মাটির সাথে সন্ধি করে যেই ক'কাল কাটানো যায়
তার ওপর বায়ুর কোন দুরভিসন্ধি থাকে না


মানুষ নিজেকে জলের মত ভেবেও
সূর্য থেকে লুকাতে চায়
চন্দ্রের হাতে তুলে দেয়
সনির্বন্ধ মৌনতা
১০/০৩/১৭