পুতুলনাচ খুব জনপ্রিয় ছিলো একসময়। এখন বিলুপ্তপ্রায়। যাত্রাপালা দেখে কেমন যেনো একটা ঘোর কাজ করতো। মঞ্চনাটক সেও আরেক মোহবিষ্ট ঘোর! জীবন কি নাটক? পরিপূর্ণ ট্র‍্যাজেডি? পাতানো সংসার! বৈভব! উচ্চাকাঙ্ক্ষা! আদুরে নাম পুতুল। তারও আগে মেয়েদের নাম রাখা হতো হোনাবিয়া। একবার ভোটের সময় প্রার্থীর পক্ষে লিফলেট তৈরী করতে গিয়ে দেখি নুনু বিয়া, স্বামী ধন মিয়া! পরের ধন লইয়া সাকাচৌ কত ব্যঙ্গ বিদ্রুপ করছে। আমরা মিছিলে যাইতাম শুধু বান রুটি আর কলা খাওয়ার লোভে! এখন মিছিলে টাকা দিয়া ভাড়া কইরা লোক নিতে হয়। একদিন এক কথিত বুজুর্গ লোক খুবই প্রাজ্ঞ ব্যক্তির ভঙ্গি নিয়া কইলো, কেঅ মদ বেচি দুধ খায়, আর কেঅ দুধ বেচি মদ খায়! সবই অইলো যার যার বুঝ! তখন আমি কইলাম কোনটাই হালাল নয়! আচ্ছা হালাল হারাম নিয়া যখন কথা উঠলোই তখন বলি হারাম রোজগার দান করলে কি কবুল হইবে? জবাব চাই না! আমার কাছেই আছে! পরীক্ষার প্রশ্ন দিলাম! উত্তর নিজে নিজে ভাবেন। মার্ক দেন। পাশ ফেল আপনিই নির্ধারণ করেন। শালার মগজ ক্যান যে এত পিলপিল করে!?


০৫/১০/২০২২