মানুষ কোন এক সময় লঙ্কাকাণ্ড ঘটিয়ে ফেলবে। ছিনিয়ে নিতে পারে রাজমুকুট! প্রজা সাধারণ স্বভাব পাল্টে হয়ে যেতে পারে বিদ্রোহী! এই বিদ্রোহী সত্ত্বা বাঙালের অস্থিমজ্জার অহংকার। অথচ সিংহাসন চ্যুত রাজাও একদিন প্রজার কাতারে দাঁড়িয়ে উপভোগ করেছিলো সামরিক কুচকাওয়াজ! রাজা একদিন না একদিন ভিখিরি হয়। প্রজা কোনদিন রাজা হওয়ার স্বপ্নে বিভোর হয় না। একবার ভাবুন তো! প্রবল পরাক্রমশালী রাজাও রক্তে মাংসে গড়া মানুষ। কিন্তু আমরা রাজাকে মানুষ ভাবতে ভুলে গেছি। কখনো মালিক! কখনো দেবতুল্য! ভেবে ভেবে নিজেই পরিয়ে দেই রাজমাল্য! আমরা রাজাকে জ্ঞানী মহাজ্ঞানী ভাবি! এই ভাবনার জটাচালে আবদ্ধ থাকে। মানুষ যেদিন মুন্সীয়ানা দেখাতে শুরু করলো সেদিনই রাষ্ট্রের মালিক জনগণ! আর জনগণই সকল ক্ষমতার উৎস! বন্দুক কখনো কারো বন্ধু হয় না! কামানের গোলাকে পাগলও রসগোল্লা ভাবে না! গণতন্ত্র নামে পশ্চিমা সবক আর কতদ্দিন!


০১/১০/২২