যারা শ্রাবণ রাখে চোখে চোখে
দাগা দিলে আপন লোকে
আমি তাদেরই একজন


মন ভোলাতে গানের সুরে
চৈত্রবেলার ভরদুপুরে
ভাবনা জুড়ে আছে সারাক্ষণ


তার আসার খবর শুনে
কৃষ্ণচূড়া ফুলের বনে
শুরু হলো ফাগুনের দহন


মৌমাছিরা গেছে উড়ে
দুঃখটাকে নিয়ে দূরে
হয়না তবু মনেরও মিলন


আমার বেলা গেলে স্বাঙ্গ হলে
কে পেরোবে দৃষ্টি গলে
ওই সুদূরে ডাকছে মহাজন


০৩/০৫/১৮
০৪:১০ অপরাহ্ন