একটু কি নিয়ন্ত্রণহীন হয়ে যাওনি?
কেমন অসংলগ্ন কথা
দৃষ্টিটাও বিক্ষিপ্ত
দাগ লেগে আছে পরিধেয় বস্ত্রে
চিন্তাশক্তির বিলোপ ঘটিয়ে কি করতে চাচ্ছ?
সময়ের আগে সময়কে খুবলে খেতে
স্মৃতি সংরক্ষণের আগে স্মৃতি জাগাতে
বিবেক স্তব্ধ করে দিতে
আর কি চাও তুমি
ঘুমন্ত নগরের মিছে গোঙ্গানি
বিক্ষত গতরে আলগা ভাপ জাগিয়ে
শুধু নিজেকে নয়, আমাকেও নিয়ন্ত্রণহীন করতে চাও?
আচ্ছা দু'জনই যদি বেশামাল হয়ে পড়ি
তাহলে অনুভূতির উষ্ণতা কিভাবে মনে রাখবে
কি জ্বালা! জ্বালাময়!
থামো এবার! আমি বেশামাল হয়ে যাচ্ছি!
কাঁপছি শীত রাতের নিদ্রায়, বড্ড অনিদ্রা নিয়ে!


১৫/১০/২২
০৫ঃ৫৮ সন্ধ্যা