বিষয়টি অমীমাংসিত ছিলো। দ্বন্দ্ব ছিলো না। দ্বিধা আর সংশয় নিয়েই যত বিপত্তি। যারপরনাই বিস্মিত হতে হয়, যদি অভিযোগের বিদ্ধ তীর অনুযোগ বয়ে নিয়ে আসে দীর্ঘকাল পর, তবে নিশ্চিত করেই বলি একদা ভালোবেসে ছিলাম! আজও তার ব্যতিক্রম নই। স্বার্থপর সমাজ হয়তো জানে না পরষ্পর কি আকাঙ্খা নিয়ে কাটিয়েছি। সরিয়েছি অপতৎপরতা! আজ হয়তো দূরে আছো! তবে খুব তাজা সময় অটুট আছে এ মনে। এ সমাজের সংস্কার প্রয়োজন। আমি দ্বিধার পাহাড় সরিয়েছি। তুমি বরফয়ের আস্তরণ সরিয়েছ। আমরা এক হয়েছি। অথচ এখন বড্ড অচেনা সময় পার করছো! নিদারুণ কষ্ট নিয়েই বলি কেন মানুষ এমন হয়! আফসোস আমি কেন তোমার মত নই! খুব জ্বলে বুকের মইধ্যে!  ছিঁড়ে নিয়ে যায় সব! আমি বেঁচে আছি অদ্ভুত আঁধার নিয়ে!


৩১/০১/২০২৩
০৩:৪০ দুপুর