আমি তোমারেই ভালোবেসে
পাতা ঝরা কাল দেখি কাঠফাটা রোদ
দু'চোখের নোনাজল সাগরে মেশে
সমীরণ নিতে চায় সেই প্রতিশোধ


হাতে হাত রেখে চলা মৃদু ভীরু পায়
একসাথে থাকা ক্ষণ মনে পড়ে যায়
স্মৃতির ঘুণপোকারা কুরেকুরে খায়
স্বভাবে মেলে না বলে করি প্রতিরোধ


পাহাড়টা কেঁদেছিল বহুকাল আগে
তারে কি কারো কাছে বিরহী লাগে


ও আমার চৈত্র বেলা করে হেলা
দিন ফুরায়ে রঙের মেলা
প্রেমিক মনে তোমায় ভালোবেসে
শুকনো পাতার মতো আমার বোধ


০১/০৫/১৮
০২:০০ অপরাহ্ন