সুন্দর সরল সহজ সে শিশু ,
সংসারের সে বোঝে না কিচ্ছু ৷
পূজোর বাজার, চাহিদা হাজার -
বাপের অসুখ ,ঘরে নাই খাবার ৷


মা- পরের ক্ষুদ-কুঁড়ো ঝাড়ে -
তারা প্রায়ই থাকে অনাহারে !
শিশুর বায়না, চাই রঙিন-বেলুন ,
এদিকে পয়সা নাই, কেনার নুন ৷


মা- উধার করে আনে আটআনা -
তা’ দিয়ে শিশুটির বেলুন কেনা ৷
লাল টুকটুকে, অপরূপ বেলুন -
শিশুর আনন্দ বেড়ে- শতগুন ৷


খাওয়া, খেলাতে নেই অত মন -
বেলুন রাখে বুকে ,করিয়া যতন ৷
একদা সকালে দেখিল বেলুন -
তিনদিনে শেষ ! ওড়ার-গুণ ৷


হাওয়া শূন্য- চুপশে, ফেলনা -
শিশু হারালো ! পরমপ্রিয় খেলনা ৷
দুঃখ ভুলে ছিল, মাত্র তিনটি দিন -
পুনঃ দেখা দিল, সেই দুর্দিন !


(ইং-০১-১০-২০১৭)