এ যুগের, সেই বড়ো বীর
অন্ধকারে যে মারে তীর !
লুকিয়ে থাকা শামুকের খোলায়-
ঘাম ছোটে, শীতল হাওয়ায় !
ভিড়টা হতে বেজায় বাঁচায় -
উপদেশ দানে উঠে মাচায় !


বসন্ত কালে, গাইবে গান -
তার ভাষণ, বিপ্লব আন !
কাব্য কথায়, ভিরমি ধরায় -
বিনা হাওয়ায়, আনে প্রলয় !
তবলার রেওয়াজে, বোল ফোটে
উঁট-গাধা-ভেড়া, পালায় ছুটে !


চায়ের পেয়ালায়, তুফান আনে-
মশাটা মেরে, গণ্ডার মানে !
কাঁপন আনে হুঁকোর টানে, -
দালান-কোঠা নাড়ায় সমানে !
আসমান ছোঁয়া, নজর উঁচু ,
চশমা চোখে, দেখেনা নীচু !


সমস্যা খুঁজে পায়না মোটে-
অস্বস্তি ধরে, বস্তি, হাটে !
চায় বদলাতে, জল বাতাস-
খুব ভয় ! পরিষ্কার আকাশ ৷
ভাবনা তার, গরীব অপদার্থ !
তারা খায় না ! সুস্বাদু খাদ্য ৷


চামচিকারা ডাকলে পরে -
ঘুমের কম্ম, রাতের সারে !
তার গালগল্প ,এতই জানা -
শিশুরা ভয়ে, কাছে আসে না !
সে তবু বীর ! আমরা মানি ৷
সে নম্র, ভদ্র, তাও জানি !


(ইং-২৫-০৭-২০১৭)