হে বিকট ভয়াল, রুদ্র, কালবৈশাখ !
হেরি ধ্বংস ক্ষয়, দুর্যোগ, নস্যাৎ ,
ভাব না অক্ষত নহে ধরা, এর পশ্চাৎ
অম্বরে ঘনীভূত তব প্রবল বায়ুচাপ-
প্রবাহিত দাবদাহে প্রচণ্ড বেগে উত্তাপ !
আর কতকাল ভূতলে নিছক খেলা ,
কেন করিছো আচরণে অবহেলা ?

ধুয়ে মুছে পুরাতন তুচ্ছ মহিমা -
ত্যাগ ৷ অপকর্ম, মিথক গরিমা ,
কলুষিত বিচারে হানো তীব্র আঘাত-
ভেঙে চুরমার নিঃশেষ,-করো ধূলিসাৎ !
ক্ষয়িত জড়তার সীমারেখা টানো
চাই, নব-নব ক্রান্তি, সাথে আনো ,
চাই, প্রলয়ের মাঝে নবোদয়
পূর্বের রবির ঢালা রক্তিম আভায় !
প্রতিঘাতে ভাঙ ,কঠোর আস্তরণ -
খসে যাক যত বিষসম আবরণ ,
নব চেতনায় তোল পরহিতে আলোড়ন
জানাও বারতা তব মঙ্গল আচরণ ,
ভীমরূপে ভস্মিতে জড়তা ধরায় –
যেন আগমন যুগে-যুগে এ ধারায় ৷
দেশ সংসারে আনো জ্যোতির প্রকাশ
দূর করো কালিমা, হোক বিকাশ ,
জীবে জ্ঞাত করাও, জাগতিক মূল্য -
অপর রূপ ধরো, পালক তুল্য ;
পরিচয় দাও ,লুকায়িত কীর্তি শৌর্য -
প্রমাণিত হোক নিদর্শণনে দক্ষ কার্য ৷
(ইং-১৬-০৪-২০১৭)