গরীব বড্ডো সে অসহায় ,
অবস্থার উত্তারণে সে নিরুপায় ৷
বিনা তুফান ঝড়, বৃষ্টি- বন্যা -
শ্রাবণ ধারায়- দু’চোখে কান্না !
নুন আনতে তার পান্তা ফুরোয় ,
সে শুধু তিরস্কার, জীবনে কুড়োয় !

দানেতে- এ অভিশাপ, এই যুগের ,
শোষণের মাধ্যম, অধুনা ভবের ৷
ইচ্ছে মতো চলো, তাকে মাড়িয়া ,
তবু দেবেই স্বার্থীর, ঝোলা ভরিয়া !


চলছে মঙ্গলে, মঙ্গল যান -
গরীব কক্ষনো পাবে কি ত্রাণ ?
যন্ত্রণার বরষণ, মুষল ধার -
শিলাসম পড়ে রয় ,সে নিথর !


ওঠিলেই পড়ে লাঠি, পিঠেতে -
কুকথায় টেকা ভারি ! চারিভিতে ;
সমাজের বুকে গরীব- অপাঙক্তেয় ,
নামডাক আখ্যাটি, সে হীন হেয় !
গরীবের কাতর স্বর, ভরা সংসার -
কর্ণে প্রবেশে না- সে খবর সবার !


(ইং-২০-০৯-২০১৭)