বেড়েছে ঝোপঝাড় বিষধর কাঁটা -
আগাছা, পরগাছে ধরণী যে পাটা !
আদরে ধরিত্রী ধরে, বুকেতে সবার -
হোক না অশুভয় ভরা ,কর্ম তার !
যদিও অন্যায়ে, নবকান্তির বাহার -
তারেও বসুমতী দানে, পুরো আহার ৷


ধরাতে অজুতলক্ষ ভরিয়া-পতঙ্গ -
আনন্দে আত্মহারা, থাকে যে মগ্ন ,
নয় তারা নিরাধার, অযথা খল –
মরণে ফেরত দেয়, কত শুভফল ৷
তুচ্ছ কাঁটা, লতাপাতা, ক্ষুদ্র- কীট ,
মরেও মা বসুমতীরে, করে পিরিত !
ক্ষতি বেশী করে না জমিরে এত ,
জৈবিক খাদ দানে ক্ষমতা মত ৷
অপর ! দেবতুল্য মহাজ্ঞানী নর ,
সে ধ্বংসিতে ধরারে অজ্ঞ ! বেখবর ৷


সর্বংসহা মূক বধির, এই বসুমতী ,
কত-কত তারে আর ,করিবে ক্ষতি ?
মানুষ চিনেছে শুধু , নিজ-নিজ স্বার্থ ,
আবার খোঁজে সে, জীবনের পরমার্থ  !


(ইং-১৭-০৯-২০১৭)