কতোরে নজরে, চলনে সচল-
ত্যেজ দৃষ্টি আরো মনোবল ৷
যারা ‘ঘোড়া ডিঙিয়ে ঘাস খায়’ ,
‘বসন্তের কোকিল’ জীবন ধারায় !


তারা অভয় কাঁটার ! অপার গুণ -
পরের ক্ষেতের ,তুলিতে বেগুন !
পরিশ্রমে দূরে, নিজ খামারে ,
পরের অংশে ‘দাপট ঝাড়ে’ !


এমনি করমে, মান্য ধরম -
শূন্য হীনতা নাইকো শরম !
সদা বাহারে সমাজে ঘোরে -
‘দীপাবলীর দীপ’ ওদের ঘরে !


ওদিকে তারা, নিয়মে যারা -
সেবিতে-সেবিতে হচ্ছে সারা !
সেই পুরানো ‘মান্ধাতার প্রথায়’ ,
‘খড়কুটোর মত’ বয়ে চলে যায় ৷


উঠিতে বসিতে তারা ‘ঢেঁকি’ ,
খায়, গালমন্দ আরো কত-কি !
অভাগার কপালে, ‘গুড়ে বালি’ -
ধনীর দুয়ারে গরীব মালী ,
খেটে-খুঁটে যাহা তারা পায় -
এসে, সারা সংসার ভাগ বসায় !


(ইং-২৯-০৯-২০১৭)