মার-মার রব, চারিদিকে জাগে-
আজি লোক নাকি খায়- বাঘে !
লাঠি, সড়কি, দা, কাস্তে, কুড়ুল -
হতুড়ি, তীর-ধনুক,ছোরা, ত্রিশূল -
ছুটছে হাতে নিয়ে যার-যার -
চারিদিকে তোলপাড় ,বন-বাদাড় !


শরীরে ভরেছে রোগ-ব্যাধি-জ্বর ,
ডাক ডাক্তার ,লউক সে খবর ৷
সর্প, কুমীরের ভাঙ, বিষদাঁত -
মশক,ভ্যাম্পার, শেষ করো জাত !
আগাছা, পরগাছা, ফসল করে বাঁজা -
বিষাক্ত ঔষধে, দাও তারে সাজা !


সব অভাব করো জড়েতে নির্মূল -
দেখ, বিরোধী, আর না দেয় তুল !
হাঁফ ছেডে় বাঁচা, মানব শত্রু শেষ  !
তবু হয়না নিরাময়ে, মানব ক্লেশ ৷


আপনকে ভাবা শত্রু ! ধ্বংসে চাই শস্ত্র ,
মানবেরে দানেন ব্রহ্মা, সে ব্রহ্মাস্ত্র !
তাই তারা এবার পড়িবে ঝাঁপিয়া ,
এখন হবে প্রয়োগ, উত্তর কোরিয়া !


(ইং-২২-০৯-২০১৭)