চাইলেও, ভাল থাকা যায় না !
পারিপার্শিক চাপে, মেলে যাতনা ৷
পরশ্রী কাতর,- তারা যে শক্তিধর -
সর্বদা নেবেই হাঁড়ির খবর ৷


তাদের ঘটিবাটি, খায় গড়াগড়ি -
ধুলায় ধুসর ,জঞ্জালে ঘরবাড়ী !
তবু না ঘাঁটিলে, পরের পাত -
হয় না হজম ,পেটের ভাত !


জ্বালানো পরকে, স্বভাব জাত ,
ফন্দি আঁটে, জাগিয়া রাত !
নিজ খলিহান, শূন্য বেড়া -
পরের ঘেরা, ভাঙবেই তারা !


নিজ কানন, শুষ্ক নেড়া -
পরের পুষ্পে, আস্থা সারা ৷
পান চিবোবে, চুনটি চাই-
উধার বিনা, স্বস্তি নাই ৷


পাবার বেলায়, হা-হুতাশ -
গায়ে ধরেনা ফেরতে,- বাতাস ৷
নিকট এমনি, কতো পরগাছা -
তার উদয় যেন, নিজ- চাচা !


হা-পিত্তেস, করো না- যতো ?
জেঁকে বসিবে, মনের মতো ৷
নেই তাড়াবার, কোন উপায়-
বাঁচা-মরা, এমনি ধারায় !


(ইং-০১-০৮-২০১৭)