চেতনায়, অন্ধকূপে বদ্ধ মানুষ
বাহিরে আনার উপায় ?
কত আয়োজন জ্ঞানমন্দির
সৃষ্টি হল এ ধরায় ।

কর্মমাঝে মনীষীরা ঘর্ম ঝরায়
মানব উত্থানে প্রচেষ্টা
এ যে বড়ো কঠিন দড়ি টানটানি
ভিরমি খায়, পায় তেষ্টা ।

যতো আয়োজন সুপথের সন্ধান
তত, নীচে টানে দুর্জন
শহীদফর্দ সুবিশাল এ কাজে
তবু অমিল যেন আপন ।

অহরহঃ কুতর্কে পাহাড় গড়া
ধর্মের দোহাই পাড়ে
সময় অসময় জেহাদ প্রচার
মৃত্যুর রথে চড়ে ।

চারিদিকে স্বঘন অপপ্রচার
অন্ধকূপের বাহার ,
ডুবছে সমাজ অতল সলিলে
মানছে না কোন হার ।

(০৭-০৭-২০২২)