রোজ যে থালায়- খাই ভাত -
তারে যদি করা হয় নস্যাৎ ?
যে গাছ যোগায়- মিষ্ট ফল -
যদি কাটা হয় বেবাক ডাল !
বাঁচিতে যে ভাই, দেয় আস্তানা -
তাঁরে যদি করি- অপার ঘৃণা !


এ কেমন অবস্থা ! এসে দাঁড়ায় -
কি সন্দেশ যায়, সুসভ্য পাড়ায় ?
ঘটে তবু বটে, এমন অঘটন -
আমরা উজাড়ি চন্দন বন !


মানুষ কি তার ভাল বোঝে না ?
চোখ থাকিতে সে কী হয় কানা !
কেন ? আচরণে ভ্রষ্ট মতি -
কেন, বিজ্ঞের এ ভীমরতি ?


বাড়িছে চতুর্দিক শুধু হিংসা !
নিখোঁজ যেন পথের মিমাংসা ৷
কেনযে ? শুভচিন্তায় মানা !
কেন দেয়না বুদ্ধির মগজে হানা ?
খোঁজেনা পথ, প্রতিকারে সংসার ,
ভাবে, বিশ্ব-জগৎ বড়ো মায়ার !


শুধু আপন হিতে, ক্ষুদ্র স্বার্থ,
জ্ঞনে ,এটাই জীবনের পরমার্থ !
আর কতদিন,- কত কাল !
গড়াবে ,মাথার উপর জল ?
খেলছি কানামাছি-কানামাছি ,
যেন অন্ধসম বেঁচে আছি !


(ইং-০৭-১০-২০১৭)