টুপি, এক সুশোভিত মস্তক আভরণ ,
কতনা আদপ-কায়দা এর কারণ ৷  
মান-সম্মান বৈভব আর আচরণ-
আদরে সাথে নিয়ে, জীবন ধারণ ৷


রত্ন-জড়িত টুপি, উচ্চ-জাত্যাভিমান -
এহেন টুপিতে বাড়ে অতি মান-সম্মান ৷
উদিত টুপিতে এক দম্ভ শক্তির বাহার ,
আ-মরি ! হাবভাব, বিচিত্র তার প্রকার ৷  
নানা শুভ কাজেতে এর যে প্রচলন-
অসময়ে কভু টুপি- বিপদ তারণ ৷


কতনা জীবনভর, রয়ে টুপি শূন্য ,
পরকে পরিয়ে টুপি, হয় সে ধন্য !
তবে ? টুপিতে ঘটে বহুল টানাটানি -
কখনো প্রমাদ গনে লাভ ও হানি !
টুপিতে, মনে পোষে অজুত আকাঙ্ক্ষা ,
দৈবাৎ ভেবে মরে কতনা শঙ্কা !


কতনা দয়াদাক্ষিন্য টুপিতে সারে ,
আস্থায় বুকে ধরে পরম আদরে ৷
টুপির মহিমা যে- সবার উপর -
টুপিতে ছেয়ে আছে জগৎ সংসার ৷


(ইং-০১-০৯-২০১৭)