মিলে, শিয়াল চলে , খাইতে ফসল -
সেথায় পাহারায়, হিংস্র কুকুর-দল ,
খেয়ে-তাড়া, শিয়াল গ্রাম ছাড়া !
পায় না, দানাভর, খাবার তারা ৷

চলে দলবলে, রাজারে নালিশে ,
সিংহ ব্যাপার শুনে, খুব- হাসে !
এ রোজকার জ্বালা ! তাও জানি -
আমিও তো এক, বন্য প্রাণী  ?


করজোড়ে শিয়াল বলে, প্রভু !
তুমি রাজা ! বিহিত করো তবু ;
স্বামী !অভয়-সান্ত্বনা দানো,- হেন ,
স্বরূপে বর, শক্তিধর, প্রাণী যেন !


সদয়ে সিংহ দানে- প্রমাণ পত্র -
তোরা সাধারণ শৃগাল নস্ ! মাত্র ,
মম পত্রে, লেখা আছে, সিংহ !
পত্র দেখালে মানিবে যে কেহ ৷


লেজে বেঁধে বিক্রমে কর -বসতি -
তোরা এখন শক্তিধর,- পশুপতি !
বলিস সবে, সাবধান !আছে তকমা -
আমরা ভাগ্নে ? সিংহ মোদের মামা !


তাই হয় ,লেজে বেঁধে প্রমাণ পত্র -
সেই ক্ষেতে !তারা হয় একত্র ৷
ঠিক সময়, কুকুর প্রকট-উদয় -
বিকট গর্জনে ,কুকুর গোঙরায় !
লেজ গুটিয়ে, শৃগাল পুনঃ পালায় !
তারা আবার চলে রাজার আলয় ৷


সবে কম্পিত হৃদে ভয়ে-ভয়ে ,
শিয়াল জানায় ব্যথা, মাথা নুয়ে ৷
প্রভু, পত্রের দাম দেয় না তারা -
না পালালে কম্মটি করিত সারা !


কেন, দেখাসনি ? দেওয়া পদবী ,
শৃগাল বলে,-গেছি ভুলে সবি !
ভয়ে ! লেজ উঁচু হয়নি তায় -
নেতিয়ে, সে পিছে চলে যায় !!


(এখানে বলা, যোগ্যতাহীনে সার্টিফিকেটে কাজ হয় না ।)
(ইং-২৭-০৭-২০১৭)