পড়িয়া গভীর গহ্বরে অতল -
ঘিরিয়া নিকষ তমসা প্রবল !
সম্মুখে দৃশ্য, অদেখা সকল -
ঘনঘোর অঞ্চল, ভয়াল অটল !


স্বপ্নরা আদরে ডাকিছে আমায় -
দেখে যা অম্বর, আজ জ্যোৎস্নায় ,
যেন স্বর্গ-সুষমায়, ভরা সুখসাগর-
রাত্র আকাশ, দৃশ্যে ভরা, টইটু্ম্বুর !


সময় চলমান, বলবান যম -
তার যে আবার ক্ষমাটা কম !
ডাকিবে কাল আদর সোহাগে ,
যেতে বলে সে- সবার আগে !


বলে কাল ! তাহা,- মহা ধোকা ,
বোঝা-পড়া চায়, লেখা-জোখা !
এখনো হয়নি তোর সময় ,
পাসনা মোটে, তারে ভয় !


স্বপ্ন তোকে পিছে টানে -
বাঁচার আশা, ভর মনে ৷
ভরসা যোগাই, ফের সুদিনে ,
মোরে এখন চল, মেনে-গুণে ৷


কোন স্বপ্ন ছাড়া, জীবন নাই -
এটাই সত্য ! সবারে জানাই  ৷
স্বপ্ন শেষ ,সমাপ্ত নিস্তার -
শিয়রে কাল , করিবে ছারখার !
যত যায় পারা, ডাকে নয় সাড়া ,
সহজে চাস্ না ? পাষাণ কারা !


(ইং-২৩-০৭-২০১৭)