অবশ্যম্ভাবিত ঘটিত, সংসারে অমোঘ সংঘাত -
সর্বদা অন্বেষণ আর করি সাধ্যাতীত আয়াত,
অস্ত্র, তোমার আমার হাতে বিরাজে ,সদ্যজাত !
আরো যোগাই ভরপুর, মৃত্যুর মূলেতে খাদ ।


নিত্য নব সংঘাত করিয়া পরম দোসর, -অপার
অহরহ সুযোগে জড়ো, নিয়ে বাবংবার উধার ,
ছুরি-তরবারি, শুরু করি  দিতে ধার ,সববার -
প্রমাদ গুনি না- কক্ষনো, আরো করি আদর !


শিরোচ্ছেদ, জীবোচ্ছেদ, বিচ্ছেদ ভাবনায় -
মনোপ্রাণ, অন্তঃকরণ পূর্ণ, কানায়-কানায় !
শুভচিন্তন, আদর্শ, মঙ্গলাচরণ, ভাবি ভিন্ন জাত-
নিজ কূপমণ্ডূক জ্ঞান ধাবমান, কলুষিত হাত ।


যেন দম্ভে মত্ত ঐরাবত ,ক্ষীণ শুভসন্তাপ-
জানি না গতি কোন্ অাঁধার, পতিত নীচু ধাপ -
তবু না-মানা, তুচ্ছ কদর্য কর্মের ঐ মহাপাপ ,
কী করে রুখিবে বলো ? এ হেন সংঘাত !


জল, স্থল, পবন ,বন,মরু, মহাশূন্য, আকাশ -
কর্ম, ব্যবহার- আচার- অনুষ্ঠান, নানাবিধ প্রকাশ ,
ভয়ংকর দূষিত ভাবনা, জমিছে পরতে পরত-
পুনঃ কী ঘটিবে না ! সেই বিধ্বংস মহাভারত ??


ইং-(২৫-০১-২০১৭)