জ্ঞান গরিমা ভাবনা ভাষা
দেখি না কোথাও মন্দ ,
তবু কেন হায়-চারিদিকে ছায়
প্রচুর শুধু- দ্বন্দ্ব ! শুধু- দ্বন্দ্ব !
রং মিলেছে-কালো আর সাদায় -
জলবায়ুর চাপে উদয় যে হেথায় ,
বিভেদ দ্বেষ সব জড়িয়ে মাথায়-
পিষছি দ্বন্দ্বে, দু’পাটে যাঁতায় !


প্রকৃতির হাত, নেই অপবাদ ,
মানবের চলে না কারসাজি-
সব চালনার মূলে, যে রয়-
প্রকৃতি যে তার মূলমাঝি ৷
প্রকৃতি দানিয়াছে বিশাল হৃদয় ,
করুণায় ভরা যে কানায় কানায় -
মেধা, স্মৃতি, সহিষ্ণুতা ,
তবু কেন হায়  চারিদিকে ছায় -
অসহ্য অপকথা !


রীতি রেওয়াজ যা কিছু আছে ,
আলাদা নিয়ে তারা আছে মজে -
খাবার-দাবার করিছে শাবাড় ,
পছন্দ স্বাদে সাধেতে যারযার ৷
পোশাকে-আশাকে ঢাকছে বদন -
যে যার ক্ষমতা মনের মতন ,
কাশীবাসী বা ভাষা-ভাষি -
হৃদয় জুড়ে হাসা-হাসি ;
করিছে নৃত্য যত্র তত্র -
তবু যে রাখে এ ধরা পবিত্র ৷


কণা, রক্তিম রুধির সর্ব দেহময়
রবে চির স্থায়ী ৷ না হবে ক্ষয় ,
যতোক্ষণ ভবে না ঘটে, মহাপ্রলয় !
তবু কেন হায় চারিদিকে ছায় -
এতো বারুদের গন্ধ !
ধর ? জাতি হল এক ,
করিবে কী ? সবারে অবাক !
হইবে কী বিভেদ বন্দ ?
ধর ? রক্তের রং এক হয়ে সবুজ !
হটিবে কী কভু ? বিচার অবুঝ  !
ত্যজিবে কি সমাজ সব কুরূপ ?
তবু যেন ধায় -চারিদিকে অসহায় ,
জ্ঞানহীন আঁধারে ভরে যে অন্ধকুপ !
জটিল পথে কেন চলি আজ -
সুস্থির কর্মের বুঝি না মর্ম ,
চারিদিকে ছায় হাজারো ধর্ম-
গড়িতে চাই যে আদর্শ সমাজ ৷


সময় কহিছে মূঢ়তা ছাড়া -
ঋজু রাখ্ ! দৃঢ়কদ, শিরদাড়া ,
হৃদয়ে ভরিয়া প্রাণবায়ু তাজা-
জ্ঞানালোতে হোক সে পথ খোঁজা ৷
তবু কেন হায় -চারিদিকে ছায় !
মিথ্যা দম্ভের বাজী ;
আর কত দিন, আর কতক্ষণ ?
পুরিবে সে আরধ্য, শূন্য আসন-
সত্যনিষ্ঠার কাজী !


(ইং-১০-১২-২০১৬)