মূলে অনৈক্য, ভিতর ও বাহির ,
স্থায়িত্ব মতের হবেনা সু-স্থির ৷
সুষ্ঠু বাহার আসে না সুনীতির ,
এ ধারায় ক্ষয় ! জীবন গতির ।


বিভেদ ছলাকলার, উৎস-জড় -
প্রকাশমান মন, প্রতি ঘর-ঘর ,  
অনৈক্যে ঘটেনা প্রেমবন্ধন -
প্রলেপে ঢাকা যদি হয় মন !


বৃদ্ধিতে দ্বন্দ্ব, প্রেমেতে দূরী -
আপনত্ব আসিতে করে দেরি ৷
জোড়াতালিতে চলিলে প্রথা -
ছলনা-কপটে বাড়ে যে ব্যথা !


বৃথা হানি, সময় ও সাধন -
নয়ন জলে ভরে- ক্রন্দন !
উপর মাকাল ফল- উজ্জ্বল ,
ভিতর ভরা গরল- অতল !


সম্মুখ সুশোভিত শ্বেতপদ্ম ;
ভিতরে মসীআঁটা আদ্যপ্রান্ত !
চাক্ষুষ দেখায়,সুন্দর সুপ্রভাত-
ভিতরে বাস্তব, গভীর রাত ৷


এ নিছক বিরোধ-বিদ্বেষ যতো ,
দূরভিত হয় না মনের মতো ;
হ’লে ঐক্য, ভিতর ও বাহির -
নামে স্বর্গ, দর্শন, প্রেম-প্রীতির ৷


(ইং-০২-০৯-২০১৭)